ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিশ্ব নেতা শেখ হাসিনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
বিশ্ব নেতা শেখ হাসিনা ফজলে রাব্বী মিয়া

গাইবান্ধা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নন; বরং তিনি বিশ্ব নেতা।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্বের ১০ নেতার মধ্যে অন্যতম।

২০১৮ সালের আগেই গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার প্রতিটি বাড়ি বিদ্যুৎ সংযোগ পাবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম শহীদ রঞ্জু, আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা দুদু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।