ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আ’লীগ একটি অরাজনৈতিক দল: খালেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
আ’লীগ একটি অরাজনৈতিক দল: খালেদা সংবাদ সম্মেলনে খালেদা জিয়া

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগকে অরাজনৈতিক দল  আখ্যা দিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (১২ এপ্রিল) বিকেলে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আখ্যা দেন।

খালেদা জিয়া বলেন, তারা ৫ জানুয়ারি একটি প্রহসনের নির্বাচন দিয়ে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে।

তাদের এ নির্বাচনে কোনো রাজনৈতিক দল অংশ গ্রহণ করেনি। ভোটাররাও নির্বাচন বর্জন করেছে। তাদের ওই নির্বাচনে ৫ শতাংশ ভোটারও ভোট যায়নি। কাজেই এই সরকারের কোনো গ্রহণযোগ্যতা থাকে না।

আর এ অবৈধ সরকারকে টিকিয়ে রাখতে পার্শ্ববর্তী দেশ ভারত ন্যাক্কারজনক ভূমিকা পালন করছে।  

তিনি বলেন, শেখ হাসিনা কিছুদিন আগে ভারত সফরে গিয়েছিলেন অনেক আশা নিয়ে। কিন্তু তার কোনো আশাই পূরণ হয়নি।

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র নেতাকর্মীসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

**শেখ ‍হাসিনা খালি হাতে ফিরে এসেছেন

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা,  এপ্রিল ১২, ২০১৭
বিএস/জেডএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।