ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

এদেশ বিসর্জন দেওয়া হয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এদেশ বিসর্জন দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরের কঠোর সমালোচনা করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে-প্রাণে বিশ্বাস করে যে, এদেশ বিসর্জন দেওয়া হয়েছে।’

বুধবার (১২ এপ্রিল) বিকেলে গুলশানে তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, ‘শেখ হাসিনা বলেছেন- এই সফরে নাকি তিনি তৃপ্ত।

কিন্তু এদেশের মানুষ তৃপ্ত তো নয়ই, বরং ভারতের সঙ্গে সমঝোতা চুক্তি কেউ চায়নি।

জনসাধারণের মতামতকে উপেক্ষা করে সমঝোতা চুক্তি স্বাক্ষারিত হয়েছে বলেও অভিযোগ করেন খালেদা।

বর্তমান সরকারের নৈতিক কোনো গ্রহণযোগ্যতা নেই উল্লেখ করে তিনি বলেন, পাঁচ শতাংশ মানুষের ভোটে এ সরকার নির্বাচিত হয়েছে। এ সরকারের জনগণের সম্মতি ও প্রতিনিধিত্ব নেই।

বাংলাদেশের গত জাতীয় নির্বাচনে ভারত হস্তক্ষেপ করেছে বলে জরালো দাবি তুলেন খালেদা।

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তা সত্ত্বেও বিএনপি শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে আসছে বলে মন্তব্য করেন বিএনপির শীর্ষ নেতা খালেদা জিয়া।

** আ’লীগ একটি অরাজনৈতিক দল: খালেদা

**শেখ ‍হাসিনা খালি হাতে ফিরে এসেছেন

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এজেড/টিআই/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।