ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘রাত্রি গভীর, প্রভাত আসছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
‘রাত্রি গভীর, প্রভাত আসছে’ প্রেসক্লাবে জিয়া নাগরিক ফোরামের আলোচনা সভায় অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ; ছবি-বাংলানিউজ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহম্মদ বলেছেন, যদি বাংলাদেশে রাজনীতির বৃহত্তর ক্ষেত্রে সবচেয়ে বেশি জনপ্রিয় নেত্রী খুঁজতে হয় তবে বেশি দূরে যেতে হবে না। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী না। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এই বিজয়কে সামনে রেখে অগ্রসর হওয়া ছাড়া আমাদের কোনো  উপায় নেই। সময় খুব দূরে নেই, প্রভাত আসছে।

বুধবার (১২ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেসক্লাবে জিয়া নাগরিক ফোরাম আয়োজিত  বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি জয়নুল আবেদিন, ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনকে নাগরিক সংবর্ধনা, সরকারের নতজানু পররাষ্ট্রনীতি ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমাজউদ্দিন বলেন, রাজনীতির বৃহত্তর ক্ষেত্রে সবচেয়ে বেশি জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া।

তিনি নতজানু পররাষ্ট্রনীতিতে  বিশ্বাসী না। সুপ্রিম কো্র্টের এই বিজয়কে সামনে রেখে অগ্রসর হওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। সময় খুব দূরে নেই, প্রভাত আসছে।

তিনি বলেন, বাংলাদেশে এই মূহূর্তে যে রাজনীতি চলছে  তা অপরাজনীতি। গণতন্ত্রকে হারিয়েছি, আইনের শাসনকে হারিয়েছি, খুন, গুম ও অপহরণের যে রাজনীতি তাই এখন প্রধান। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী নিজে দিল্লি গিয়ে যে সকল ভাষা উচ্চারণ করেছেন, পত্রপত্রিকা দেখেছি, তা ভাবতে কষ্ট হয়।

অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন জিয়া নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক  কে এ জামাল। আরো উপস্থিত ছিলেন সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ারসহ অনেকে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
আরএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।