ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে আ’লীগ নেতার হাতে ছাত্রলীগ নেতা লাঞ্ছিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
বরিশালে আ’লীগ নেতার হাতে ছাত্রলীগ নেতা লাঞ্ছিত

বরিশাল: ইলিশ মাছ কিনতে গিয়ে আওয়ামী লীগ নেতার হাতে মহানগর ছাত্রলীগ সভাপতি শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে নগরীর পোর্ট এলাকায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ তোলেন ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন নিজেই।  

জসিম উদ্দিন মোবাইলফোনে বাংলানিউজকে বলেন, দুপুরে নগরীর পোর্ট রোড ইলিশ মোকামে মাছ কিনতে যান তিনি।

এসময় মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুলের লোকজন তাকে ও তার সঙ্গে থাকা লোকজনকে লাঞ্ছিত করে।

হামলার কারণ হিসেবে তিনি বলেন, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরনের মৃত্যুবার্ষিকীতে ব্যানার, ফেষ্টুন তৈরি করাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়েই তাকে লাঞ্ছিত করা হয়েছে।

তবে এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে তো সভাপতি জসিম’র সঙ্গে আমার দেখা হয়নি। তাহলে কিভাবে এই ঘটনা ঘটেছে।

এদিকে এ হামলার বিষয়ে এখনো থানা পুলিশকে অবহিত করেননি জসিম উদ্দিন।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এমএস/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।