ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

ইসলামপুরে ৪ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
ইসলামপুরে ৪ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ইউনিয়নগুলো হল- কুলকান্দি, বেলগাছা, সাপধরী ও নোয়ারপাড়া। 

এছাড়া সরিষাবাড়ী উপজেলা সাত নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

রোববার (১৬ এপ্রিল) সকাল ৮টায় ভোট শুরু হয়েছে, চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।

একই উপজেলার পার্থশী ও চিনাডুলী ইউনিয়নের নির্বাচন হাইকোর্টের নির্দেশে স্থগিত রয়েছে।

এদিকে, জামালপুরে সকাল থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি। বৃষ্টির কারণে অনেক ভোটার কেন্দ্রে যেতে পারছেন না।

কুলকান্দি, বেলাগাছা, নোয়ারপাড়া ইউনিয়নের চারজন করে ও সাপধরী ইউনিয়নে ছয়জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

কুলকান্দি ও বেলাগাছা ইউনিয়নের রির্টানিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম।  

নোয়ারপাড়া ইউনিয়নের রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান এবং সাপধরী ইউনিয়নে রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান।  
আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ের দায়িত্ব পালন করছেন এএসপি আবু সুফিয়ান।

বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম এহছানুল মামুন বাংলানিউজকে জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। বৃষ্টি কমলে ভোটারের উপস্থিতি বৃদ্ধি পাবে।  

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।