ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

কোটালীপাড়ার হিরণ ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
কোটালীপাড়ার হিরণ ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে কোটালীপাড়ার হিরণ ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

২০১৬ সালের ৩১ মার্চ এ ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা থাকলেও মামলা সংক্রান্ত জটিলতার কারণে তা স্থগিত হয়। দলীয়ভাবে এ ইউনিয়নে কোনো চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন না।

রোববার (১৬ এপ্রিল) সকাল ৮টায় ইউনিয়নের নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে মোট ভোটার রয়েছে ১৬ হাজার ২০৭ জন। মোট নয়টি কেন্দ্রে ৫২টি বুথে ভোটগ্রহণ চলছে।

নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, সাধারণ সদস্য পদে ২৭ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) তিনটি ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন’র (র‌্যাব) একটি দল নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছে। সেই সঙ্গে মাঠে রয়েছেন ম্যাজিস্ট্রেট।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।