ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

মির্জা ফখরুল গণতন্ত্রের সংজ্ঞা জানেন না: হানিফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
মির্জা ফখরুল গণতন্ত্রের সংজ্ঞা জানেন না: হানিফ মাহবুব-উল-আলম হানিফ

কুষ্টিয়া: মির্জা ফখরুল গণতন্ত্রের সংজ্ঞা জানেন না মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, রাষ্ট্র ক্ষমতায় থাকতে তারা (বিএনপি জোট) আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিলো। এটার নাম কি গণতন্ত্র ছিল।

রোববার (১৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন হানিফ।

‘গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি ক্ষমতার বাইরে থেকেও ৯০দিন পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছিল। এটার নাম গণতন্ত্র হতে পারে না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ভারত সফর শেষে খালেদা জিয়া বললেন, আওয়ামী লীগ আরও পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য বাইরের শক্তির সমর্থনের জন্য পাকাপোক্ত ব্যবস্থা করেছে। তারা ধরেই নিয়েছেন আওয়ামী লীগ নির্বাচন পরবর্তী আরও পাঁচ বছর ক্ষমতায় থাকবেন। যেহেতু তারা এটা ধরেই নিয়েছেন সেহেতু নির্বাচনের জয় পরাজয়ের নতুন করে হিসাব নিকাশের দরকার নেই।

এ সময় উপস্থিত ছিলেন- শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর ড. আনোয়ারুল করিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুর রহমানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এনটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।