ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

ডুমুরিয়ার আটলিয়া ইউপি উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থী জয়ী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
ডুমুরিয়ার আটলিয়া ইউপি উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থী জয়ী

খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলার ৫ নম্বর আটলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট প্রতাপ কুমার রায় বিজয়ী হয়েছেন। 

তিনি পেয়েছেন ৭ হাজার ৭৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেখ হেলাল উদ্দিন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৭৪১ ভোট।

রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টায় ঘোষিত বেসরকারি ফলাফলে অ্যাডভোকেট প্রতাপ কুমার রায়কে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও ডুমুরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ জাহিদুর রহমান।

২০১৬ সালের ২২ মার্চ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স ম আব্দুল কাইয়ুম চলতি বছরের ২৩ জানুয়ারি মারা যাওয়ায় চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
 
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।