ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

মুজিব নগর দিবসে জাতীয় গণতান্ত্রিক লীগের মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
মুজিব নগর দিবসে জাতীয় গণতান্ত্রিক লীগের মানববন্ধন ন্যাপ ভাসানী ও জাতীয় গণতান্ত্রিক লীগের মানববন্ধন কর্মসূচি- জিএম মুজিবুর

ঢাকা: ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক লীগ মানববন্ধন কর্মসূচি পলান করেছে। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

ন্যাপ ভাসানী ও জাতীয় গণতান্ত্রিক লীগ এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরে মুজিব নগর সরকার গঠন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ন্যাপ চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী, ঢাকা মহানগর উত্তরের আওয়ামী লীগ নেতা আসম মোস্তফা কামাল, বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী সারওয়ার হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এমএফআই/জিপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।