ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

বেলকুচিতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, মে ৩, ২০১৭
বেলকুচিতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সিরাজগঞ্জ: পুলিশের কাজে বাধাদান ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ধুকুরিয়া বেড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমান শামীমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩ মে) দুপুর ২টার দিকে বেলকুচি পৌর এলাকার চালা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত জামায়াত নেতা শামীমের বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদান ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে দায়েরকৃত পাঁচটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মে ০৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।