ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে নির্বাচনে বিএনপি যাবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, মে ৩, ২০১৭
লেভেল প্লেয়িং ফিল্ড না হলে নির্বাচনে বিএনপি যাবে না হাফিজ উদ্দিন বীর বিক্রম

নীলফামারী: লেভেল প্লেয়িং ফিল্ড না হলে নির্বাচনে বিএনপি যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম।

বুধবার (০৩ মে) বিকেলে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে জেলা বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন বলেন, আওয়ামী লীগের আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি।

প্রভাবহীন সরকারের (সহায়ক সরকার) তত্বাবধানে নির্বাচনের আয়োজন হলে আগামী নির্বাচনে (একাদশ জাতীয় নির্বাচন) অংশগ্রহণ করবে বিএনপি। তাই প্রভাবহীন সরকারের সহযোগিতা পেলে বিএনপি আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকবে, তা না হলে নয়।

জেলা বিএনপির সভাপতি আনিছুল আরেফিন চৌধুরীর সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় সদস্য বিলকিস ইসলাম, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী শামীম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।