ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণপাড়ায় শিবিরের ৪ কর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, মে ৩, ২০১৭
ব্রাহ্মণপাড়ায় শিবিরের ৪ কর্মী আটক

কুমিল্লা: কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই এলাকা থেকে চার শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের খালেক চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মুরাদনগর পাল্লাসুতা (নয়াপাড়া) গ্রামের মৃত আবদুল বাতেনের ছেলে শাহিন আলম (২৭), দেবীদ্বার উপজেলার এগারোগ্রাম মোকশাইর গ্রামের আবদুর জব্বারের ছেলে মো. ইসহাক ভূঁইয়া (২৪), দুলালপুর সিংহারচড়া এলাকার মো. কামাল হোসেনের ছেলে ওমর ফারুক (২২) এবং প্রজাপতি গ্রামের মৃত মো. আবদুল্লাহ এর ছেলে মো. হিজবুল্লাহ (১৮)।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএএম শাহজাহান কবির বাংলানিউজকে জানান, খালেক চেয়ারম্যানের বাড়িতে ১৪/১৫ জন শিবিরকর্মী গোপন বৈঠক করেছে- এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালালে তারা ছত্রভঙ্গ হয়ে পালানো সময় চার শিবিরকর্মীকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই জব্দ করা হয়। আটক চারজনসহ অজ্ঞাতপরিচয় ১৫ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলেও জানান শাহজাহান।  

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মে ০৩, ২০১৭
আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।