ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

অ্যামনেস্টির প্রতিবেদন পক্ষপাতদুষ্ট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মে ৩, ২০১৭
অ্যামনেস্টির প্রতিবেদন পক্ষপাতদুষ্ট

ঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলীয় মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেছেন, অ্যামনেস্টি সব সময় পক্ষপাতদুষ্ট প্রতিবেদন প্রকাশ করে।

বুধবার (০৩ মে) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এরআগে, মঙ্গলবার (০২ মে) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দিল্লিতে বাংলাদেশের মিডিয়া নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।

এতে বলা হয়, বাংলাদেশে মিডিয়ার ওপর ক্রমাগত বিধি-নিষেধ আরোপ করা হচ্ছে। কয়েক বছর ধরে মিডিয়ায় স্বাধীন মত প্রকাশ করতে দেওয়া হয়নি।

এর পরিপ্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, অ্যামনেস্টি যুদ্ধাপরাধীদের ফাঁসি না দেওয়ার আহ্বান জানিয়েছে। যুদ্ধাপরাধীদের ফাঁসি না দেওয়ার আহ্বান জানায়, অথচ এই যুদ্ধাপরাধীরা ১৯৭১ সালে এ দেশে মানবতাবিরোধী অপরাধ করেছে। সে সময় অ্যামনেস্টি কোনো টু-শব্দ করেনি।

আওয়ামী লীগের মুখপাত্র বলেন, অ্যামনেস্টি ব্রিটেনে অবস্থিত। সেই ব্রিটেনের চেয়ে বাংলাদেশের মিডিয়া বেশি স্বাধীনতা ভোগ করে। সেখানে ভুল সংবাদ পরিবেশন করায় ১৫০ বছরের পুরনো পত্রিকা নিউজ অব দ্য ওয়ার্ল্ড বন্ধ করে দেওয়া হয়েছে। ভুল সংবাদ প্রকাশের জন্য বিবিসির মহাপরিচালকসহ পুরো টিমকে পদত্যাগ করতে হয়েছে। বাংলাদেশে এ রকম কোনো ঘটনা ঘটেনি। বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে মিডিয়া অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি স্বাধীনতা ভোগ করছে।

তিনি আরও বলেন, ২০১৩ থেকে ১৫ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত সারাদেশে পেট্রোল বোমা ছুড়ে সাধারণ ও নিরীহ মানুষকে হত্যা করেছে। তখনও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোনো মন্তব্য করেনি। কজেই অ্যামনেস্টি মিডিয়া নিয়ে যে রিপোর্ট প্রকাশ করেছে আওয়ামী লীগ তা প্রত্যাখ্যান করেছে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এনটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।