ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, মে ৩, ২০১৭
খুলনায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

খুলনা: খুলনার খালিশপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলামকে ৫ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

বুধবার (০৩ মে) রাত ১১টার দিকে মহানগরীর খালিশপুর আবাসিকের স্ক্যাউট মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) শাহ জাহান রাত ১২টা ০৫ মিনিটে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাকিবুলের শরীর তল্লাশি করলে ৫ পিস ইয়াবা পাওয়া যায়।

পরে তাকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
খালিশপুর থানা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম জানান, রাকিবুল ইসলাম খালিশপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়:  ০২২৩ ঘণ্টা,  মে ০৪, ২০১৭
এমআরএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।