ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

মাদারীপুরে বিএনপির কর্মী সভা পণ্ড, আহত ১২, আটক ২০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, মে ৬, ২০১৭
মাদারীপুরে বিএনপির কর্মী সভা পণ্ড,  আহত ১২, আটক ২০ মাদারীপুরে বিএনপির কর্মী সভা পণ্ড, আহত ১২, আটক ২০-ছবি: বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুর জেলা বিএনপির যৌথকর্মী সভা পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিচার্জে ১২ জন আহত হয়।

শনিবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড ফাঁকি গুলি ছোড়ে পুলিশ।

এ সময় ২০ জনকে আটকও করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা, উপজেলা ও পৌরসভার বিএনপির সব অঙ্গসংগঠন নিয়ে এক যৌথ কর্মী সভার আয়োজন করে জেলা বিএনপি। সেই অনুযায়ী মঙ্গলবার জেলা পুলিশের কাছে বিএনপির পক্ষ থেকে অনুমতি চাওয়া হলে তা দেওয়া হয়নি। সকালে কর্মীসভার জন্য দলীয় লোকজন চরমুগয়িরা এলাকায় একত্রে জড়ো হলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তাদের দলের ১২ কর্মী আহত হয়। তাদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় ২০ জনকে আটক করে পুলিশ।

বিএনপির কেন্দীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুকসহ বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দেব বলেন, চরমুগরিয়া এলাকায় বিএনপির দুই গ্রুপ পুলিশের অনুমতি ছাড়াই রাস্তা বন্ধ করে মিটিং-মিছিল করছিল। এ কারণে জনগণকে ভোগান্তিতে পড়তে  হয়। তাই তাদের লাঠিচার্জ করে সরিয়ে দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ০৬, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।