ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

আন্দোলন করেই খালেদাকে ক্ষমতায় আনতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, মে ৬, ২০১৭
আন্দোলন করেই খালেদাকে ক্ষমতায় আনতে হবে

টাঙ্গাইল: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন, ‘আন্দোলন সংগ্রাম করেই শেখ হাসিনার অবৈধ সরকারের পতন ঘটিয়ে আগামীতে খালেদা জিয়াকে ক্ষমতায় আনতে হবে’।

শনিবার (৬ মে) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সরকারের সব রকম জুলুম অত্যাচারের জবাব দিয়েই তারেক জিয়া দেশের মাটিতে ফিরে আসবেন।

এ কারণে তিনি তৃণমূল পর্যায়ে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সরকার বিরোধী আন্দোলন চালিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন’।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফকির মাহবুব আনাম স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবেক মন্ত্রী গৌতম চক্রবর্তী, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ ও টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম তোফা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, মে ০৬, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।