ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

‘গণমানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপি অঙ্গীকারাবদ্ধ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, মে ৬, ২০১৭
‘গণমানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপি অঙ্গীকারাবদ্ধ’ ‘গণমানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপি অঙ্গীকারাবদ্ধ’

ময়মনসিংহ: গণমানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপি অঙ্গীকারাবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

শুক্রবার (০৫ মে) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের বিষমপুর ও বাহির শিমুল বাজারে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনে জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে খালেদা জিয়া মানুষের জীবন মান উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নেবেন।

শনিবার (০৬ মে) বিকেলে বিএনপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন-  হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত, বদরুল কবীর, আমতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি পরান আলী কাঞ্চু, ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এমএএএম/আরআইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।