ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

জাপার নেতৃত্বে ৫৮টি দল নিয়ে ‘সম্মিলিত জাতীয় জোট’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, মে ৭, ২০১৭
জাপার নেতৃত্বে ৫৮টি দল নিয়ে ‘সম্মিলিত জাতীয় জোট’ নতুন জোটের নাম ঘোষণা করেন এরশাদ- ছবি - শাকিল

ঢাকা: জাতীয় পার্টির নেতৃত্বে ৫৮টি দল নিয়ে ‘সম্মিলিত জাতীয় জোট’ গঠন করা হয়েছে। জোটের চেয়ারম্যান হয়েছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

জোটের দলগুলো মোট ৪টি ভাগে বিভক্ত। এর মধ্যে জাতীয় পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় ইসলামী মহাজোট ও বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ)।

এর মধ্যে জাতীয় ইসলামী মহাজোটে রয়েছে ৩৫টি দল ও বাংলাদেশ জাতীয় জোটে রয়েছে ২১টি দল।

রোববার (০৭ মে) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নতুন জোটের নাম ঘোষণা করে এরশাদ বলেন, আমরা মহাজোটের সঙ্গে ছিলাম। এখন নতুন জোট করেছি। ভবিষ্যতে মহাজোটের সঙ্গে থাকবো কিনা তা নতুন গঠিত জোট সিদ্ধান্ত নেবে।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এসটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।