ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

মেহেরপুর পৌরসভায় স্থগিত ২ কেন্দ্রে ভোটগ্রহণ সোমবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মে ৭, ২০১৭
মেহেরপুর পৌরসভায় স্থগিত ২ কেন্দ্রে ভোটগ্রহণ সোমবার মেহেরপুর পৌরসভায় স্থগিত ২ কেন্দ্রে ভোটগ্রহণ সোমবার

মেহেরপুর: মেহেরপুর পৌরসভায় স্থগিত হওয়া ৭ নম্বর ওয়ার্ডের ১১ ও ১২ নম্বর ভোটকেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সোমবার(৮ মে)।

সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ ভোটগ্রহণ।

ইতোমধ্যে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে ভোটকেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালী, সিলসহ নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছানো হয়েছে।

এর আগে বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমিয় করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মো. রোকনুজ্জমান।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কবির হোসেন, ভোটকেন্দ্রে নিয়োজিত প্রিজাইডিং অফিসার আপিল উদ্দিন, আব্দুল হান্নান প্রমুখ।

মতবিনিময় সভায় সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসাররা অংশ নেন।

২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ৭ নম্বর ওয়ার্ডের ১১ ও ১২ নম্বর কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মে ০৭, ২০১৭
আরএ

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।