ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপিকে নির্বাচিত করতে ঐক্যের পাহাড় গড়তে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মে ৭, ২০১৭
বিএনপিকে নির্বাচিত করতে ঐক্যের পাহাড় গড়তে হবে দিনাজপুরে বিএনপির কর্মীসভা

দিনাজপুর: বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আগামী জাতীয় নির্বাচনে প্রস্তুত থাকার আহবান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, সকল প্রকার বিভেদ ভুলে গিয়ে একে অপরের সাথে সমন্বয় করে ঐক্যের পাহাড় গড়ে তুলে বিএনপিকে সুসংগঠিত করতে হবে।

আওয়ামীলীগ জনগণ থেকে বিছিন্ন হয়ে গেছে তাই আগামী নির্বাচনে তাদের হার নিশ্চিত জেনে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সকল ষড়যন্ত্র ভেদ করে জনগণকে সাথে নিয়ে আগামী নির্বাচনে বিজয় ছিনিয়ে আনার আহ্বান জানান নেতা-কর্মীদের।

রোববার (৭ মে) বিকেলে দিনাজপুর শহরের জেল রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুলু।

জেলা বিএনপির আহ্বায়ক ও নির্বাহী কমিটির সদস্য এজেডএম রেজওয়ানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দুলু আরও বলেন, বর্তমান অনির্বাচিত সরকার ক্ষমতা দখল করে রাখতে মরিয়া হয়ে উঠেছে। আজ দেশের মানুষ অশান্তিতে রয়েছে। দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে সাধারণ মানুষের বেঁচে থাকা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। আরও বক্তব্য রাখেন বিভিন্ন এলাকার কাউন্সিল সমন্বয়কারী ৩টি টিমের প্রধানরা অ্যাড. আনিসুর রহমান চৌধুরী, মো. মাহবুব আহামেদ ও খালেকুজ্জামান বাবু।

কর্মীসভায় ১৩টি উপজেলার সকল পৌরসভা এবং উপজেলার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।