ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

রূপগঞ্জে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, মে ৮, ২০১৭
রূপগঞ্জে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ওয়ার্ড আওয়ামী লীগের একটি অস্থায়ী কার্যালয় ভাঙচুর-ছবি বাংলানিউজ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় পথচারীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (০৮ মে) বিকেলে উপজেলার তারাব পৌরসভার তেতলাবো খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, তেতলাবো এলাকার আওয়ামী লীগ নেতা ও কাদির বাহিনীর প্রধান আব্দুল কাদির নিজ এলাকাসহ আশপাশের এলাকায় সরকারি-বেসরকারি জমি জবর দখল থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে।

পার্শ্ববর্তী দক্ষিণ মাসাবো এলাকার কমিশনার ও আওয়ামী লীগ নেতা রাসেল শিকদারও একই কায়দায় অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে।

এসব অবৈধ কর্মকাণ্ডের জন্য এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আব্দুল কাদিরের সঙ্গে রাসেল শিকদারের দীর্ঘ ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরেই বিকেলে রাসেল শিকদার বাহিনীর সদস্য আজিজুল মাতবর, সবুজ, সোহাগ, সম্রাটসহ তাদের লোকজন ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে কাদির বাহিনীর সদস্য আমিন ও আক্কাসের ওপর হামলা চালায়। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে তারা। পরে কাদির বাহিনীর সদস্য আক্কাস, আমিন, ওসমান, ইমন, উজ্জল, আয়নাল, করিম, তাহেরসহ তাদের লোকজনও ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে পাল্টা হামলা চালায়।

এতে উভয়পক্ষে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটে। এসময় পথচারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে আমিন, ইব্রাহীম, আক্কাস মিয়া, ফাইজুল মাতবর, উজ্জল, রহিমা, ছোয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে, এ সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। বন্ধ হয়ে যায় এলাকার হাটবাজারের দোকানপাট। যে কোন সময় আবারোও সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

এর আগে, রোববার (০৭ মে) মধ্য রাতে দুর্বৃত্তরা ওয়ার্ড আওয়ামী লীগের একটি অস্থায়ী কার্যালয় ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় উভয়পক্ষ একে অপরকে দোষারোপ করছে।

এ ঘটনায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তদন্ত মোতাবেক অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, মে ০৮, ২০১৭
আরএ

 

 

 

 

 

 

             

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।