ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচনে কেউ জিতবে কেউ হারবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, মে ৮, ২০১৭
নির্বাচনে কেউ জিতবে কেউ হারবে জামালপুর জেলা বিএনপির কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন আব্দুল্লাহ আল নোমান -ছবি-বাংলানিউজ

জামালপুর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্ধৃতি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহ আল নোমান বলেছেন, গণতন্ত্রের নির্বাচনে কেউ জিতবে কেউ হারবে। এতে পালাতে হবে কেন। যারা দুর্নীতি, খুন, গুম করেছে ক্ষমতার রদবলে তারা পালিয়ে যাবে।

সোমবার (৮ মে) দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জামালপুর জেলা বিএনপির কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি নেতৃত্ব দিল কিনা সেটা বড় বিষয় নয়।

জনগণই নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হয়ে তাদের অপকর্মের জবাব নিবে।

জেলা বিএনপির সভাপতি ফরিদুর কবির তালুকদারের সভাপতিত্বে কর্মী সম্মেলনে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন এবং ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্সসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, মে ০৮, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।