ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জ বিএনপির ১১৩ নেতাকর্মীর জামিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মে ৮, ২০১৭
সিরাজগঞ্জ বিএনপির ১১৩ নেতাকর্মীর জামিন সিরাজগঞ্জে জামিন পাওয়া নেতাকর্মীরা-ছবি-বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় জেলা বিএনপির ১১৩ নেতাকর্মীকে জামিন দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

সোমবার (৮ মে) বিকেলে জেলা বিএনপির ১১৩ নেতাকর্মী রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক শিরিন কবিতা আক্তার তাদের জামিন মঞ্জুর করেন। সেইসঙ্গে এ মামলার পলাতক ২০ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেন আদালত।

আসামিদের মধ্যে রয়েছেন, জেলা বিএনপির সহ সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি মজিবুর রহমান লেবু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, রাশেদুল হাসান রঞ্জন, সহ সাংগঠনিক সম্পাদক নুর কায়েম সবুজ, পৌর বিএনপির সভাপতি নাজমুল হাসান রানা, সাধারণ সম্পাদক মুন্সি আলম, জেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন রাজেশ, জেলা যুবদলের সভাপতি আবু সাঈদ সুইট, সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু প্রমুখ।

রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর ইনতাজুল হক বাবু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২০ অক্টোবর বিএনপির বিক্ষোভ মিছিল থেকে শহরের এসএস রোডের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ ঘটনায় যুবলীগ নেতা একরামুল হক রিজভী বাদী হয়ে বিএনপির ১১৯ নেতাকর্মীকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ১৩৩ নেতাকর্মীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। চলতি বছরের ২ জানুয়ারি মামলাটি রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলি করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মে ০৮, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।