ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

কামারখন্দ ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সা.সম্পাদক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, মে ৯, ২০১৭
কামারখন্দ ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সা.সম্পাদক গ্রেফতার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ মে) গভীর রাতে কামারখন্দ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজিজুর রহমান বাবু উপজেলার জামতৈল পূর্বপাড়া এলাকার হাবিবুর রহমান মুকুলের ছেলে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার কোনাবাড়ি গ্রামের গোলাম হোসেনের ছেলে ওমর ফারুকের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, রোববার (৭ মে) উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬/৭ জনের একটি দল ওমর ফারুকের বড় ভাই মামুনকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় ওমর ফারুক বাদী হয়ে আজিজুর রহমান বাবুসহ ৭ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় সোমবার রাতেই তাকে গ্রেফতার করা হয়।

এদিকে সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে কামারখন্দ উপজেলা ছাত্রলীগের ওই কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে জেলা ছাত্রলীগ।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, মে ০৯, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।