ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সা. সম্পাদক কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, মে ১০, ২০১৭
বিয়ানীবাজার উপজেলা বিএনপির সা. সম্পাদক কারাগারে উপজেলা বিএনপি নেতা ছিদ্দিক আহমদ/ছবি: সংগৃহিত

সিলেট: সিলেটের বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৯ মে) দিনগত রাতে উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ছিদ্দিক আহমদ পাতন গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বাংলানিউজকে বলেন, মঙ্গলবার রাতে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

বুধবার (১০ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে বলেও জানান ওসি চন্দন কুমার।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মে ১০, ২০১৭
এনইউ/ও‌এইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।