ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

কোটচাঁদপুরে ধর্ষণ মামলায় ৩ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, মে ১০, ২০১৭
কোটচাঁদপুরে ধর্ষণ মামলায় ৩ যুবক গ্রেফতার

ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ধর্ষণ মামলায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ মে) সকালে কোটচাঁদপুর পৌর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-কোটচাঁদপুর উপজেলার ছাত্রলীগের সভাপতি শাহিন হোসেন ওরফে শেখ শাহীন (২৩),  ছাত্রলীগ কর্মী রাজু আহম্মেদ (২৪) ও কৃষ্ণ সাহা (২৩)।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার শাহ্ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার (৫ মে) দুই তরুণী কালীগঞ্জ থেকে ঢাকা যাওয়ার জন্য কোটচাঁদপুর রেল স্টেশনে বসেছিল। সেসময় শাহীন, রাজু ও কৃষ্ণসহ ৫ জন তাদের পার্শ্ববর্তী একটি আম বাগানে নিয়ে রাতভর ধর্ষণ করে। পরে ওই তরুণীদের ভয় দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।

পরে বুধবার (১০ মে)  সকালে ঘটনার শিকার এক তরুণী বাদী হয়ে কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৯। মামলা দায়েরের পর পুলিশ তাদের গ্রেফতার করে।

ওসি আরো জানান, গ্র্রেফতারকৃতদের আদালতে এবং ঘটনার শিকার তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর ও মহেশপুর) আসনের সংসদ সদস্য নবী-নেওয়াজ বাংলানিউজকে জানান, শাহিন কোটচাঁদপুর উপজেলার ছাত্রলীগের সভাপতি। তবে শাহিন ঘটনার সঙ্গে জড়িত নয়। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, মে ১০, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।