ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

পটুয়াখালীতে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, মে ১০, ২০১৭
পটুয়াখালীতে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পৌর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

পটুয়াখালী: পটুয়াখালী জেলা পৌর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ মে) সকালে জেলা শহরের শিল্পকলা একাডেমিতে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে উদ্বোধন করেন জেলা যুবলীগের আহ্বায়ক মো. আরিফুজ্জামান রনি।

এতে পৌর যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, সহ-সম্পাদক শামীম আল সাইফুল সোহাগ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মুরসালিন আহমেদ, জেলা যুবলীগের সমন্বয়কারী মো. জহির উদ্দিন খসরু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৌমেন্দ্র লাল চন্দ শৈলেন, পটুয়াখালী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মে ১০, ২০১৭
এমএস/এসআরএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।