ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

ভিশন নিয়ে ভীষণ ঝড়

শেখ জাহিদুজ্জামান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মে ১০, ২০১৭
ভিশন নিয়ে ভীষণ ঝড়

ঢাকা: বুধবার বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘ভিশন ২০৩০’ রূপকল্প ঘোষণা করছেন। আর এই রূপকল্প ঘোষণার পর থেকে ফেসবুক জুড়ে চলছে তার আলোচনা ও সমালোচনার ঝড়।

ফেসবুকের এই ঝড়ে অংশ নিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ১৯৯২ সালে বাংলাদেশের ওপর দিয়ে প্রথম যখন সাবমেরিন ক্যাবল স্থাপনের কথা হয়, খালেদা জিয়া তখন তথ্য পাচারের ভয়ে সাবমেরিন ক্যাবল স্থাপন করতে দেননি! বাংলাদেশকে ৩০ বছর পিছিয়ে দিয়েছিলেন! সেই বিএনপি ক্ষমতায় গেলে নাকি 'তথ্য-প্রযুক্তি খাতে' সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হবে?
খালেদা জিয়া বাঙালিকে আসলেই বোকা ভাবে!

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুক ওয়ালে লিখেছেন, আমি দেশের কাজেই দেশের বাইরে।

ম্যাডাম খালেদা জিয়ার ভিশন-২০৩০ শোনা বা দেখা হয়নি। যারা তার বক্তব্য শুনেছেন তারা একটু দয়া করে বলবেন, সত্যিকার অর্থে দেশের উন্নয়নের জন্য তিনি কি কি বলেছেন এবং সেগুলো কাদের দিয়ে কিভাবে বাস্তবায়ন করবেন? আর অতীতের চরম ব্যর্থতাগুলো নিয়ে কিছু বলেছেন কিনা? তার বক্তব্যে এমন কিছু আদৌ আছে কিনা যার কারণে তাকে বা তার দলকে বিশ্বাস করা যায়? আপনাদের মতামত দয়া করে জানাবেন।

সংবাদিক ও কলামিস্ট প্রভাস আমিন লিখেছেন, বেগম জিয়ার ভিশন ২০৩০ শুনতে শুনতে আমি মনে হয় ঘুমিয়ে গিয়েছিলাম। স্বপ্নে দেখি ২০৩০ সালে বদলে যাওয়া অন্যরকম এক বাংলাদেশ। আবার জেগে উঠি। ভাবি এপিজে কালামের সেই উক্তি, যা আপনি ঘুমিয়ে দেখেন তা স্বপ্ন নয়, যা আপনাকে ঘুমাতে দেয় না, স্বপ্ন সেটাই।

বুঝতে পারছি না, বেগম জিয়া আমাদের কোন স্বপ্ন দেখাচ্ছেন। তবু শুনতে ভালো লাগছে। ইতিবাচক ভিশনের জন্য ধন্যবাদ।

রাশেদ মামুন নামে একজন ফেসবুকে লিখেছেন, সাংবাদিকরা নিহত হলে বিচার পাবেন
বেঁচে থাকলে যা খুশি লিখতে পারবেন (যদি বিএনপি......).......বেগম খালেদা জিয়া। মানুষ স্বপ্ন দেখেন ‘উন্নত দেশের’ আর ভিশন-২০৩০’র লক্ষ্য উচ্চ মধ্যম আয়.....। এতো দেশের মানুষের সঙ্গে ভীষণ দুষ্টুমি।
 
কাওসার আজম নামে আর একজন লিখেছেন,‘ভিশন ২০৩০’ ঘোষণা : শুধু হবে-হবে আর হবে…স্ক্রিপ্ট লিখতেও ভুলে গেছেন বিএনপি নেতারা?
উৎপল দাস লিখেছেন, বিএনপি কি তবে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে রাজাকার কোটা চালু করবে নাকি?
 
মঞ্জুরুল আলম পান্না নামে একজন লিখেছেন, আহা....!!ভিশন ২০৩০ শুনতে কী চমৎকারই না লাগলো। মনে হলো- আল্লাহর আরশ থেকে ফেরেশতাকূল সব নেমে এসেছে। ভিশন ২০২০ শুনতেও মজা লেগেছিলো।   কিন্তু তারপর...? কী হলো...?
আহমেদ ফয়েজ লিখেছেন, ১১ বছর ক্ষমতার বাহিরে থেকে বিএনপি নেত্রী খালেদা জিয়ার উপলব্ধি - প্রধানমন্ত্রীর ‘একক নির্বাহী ক্ষমতা’ দেশে ‘একনায়কতান্ত্রিক শাসনের’ জন্ম দেয়। তিনি বলছেন, তার দল ক্ষমতায় গেলে সংবিধান সংশোধন করে ক্ষমতায় ভারসাম্য আনবে।

এটাকি আপনি বিশ্বাস করেন?

শারমিন নামে একজন লিখেছেন, "দেশের প্রত্যেক নাগরিকের জন্য একজন করে ডাক্তার নিয়োগ করা হবে!" ( ‘ভিশন ২০৩০’)১৭ কোটির জন্য কত কোটি ডাক্তার লাগবে তাহলে ? জানি না , ‘ভিশন ২০৩০’ কে কে লিখেছেন, কিন্তু উপরের লাইনটি দেখে দৃঢ় ভাবে বিশ্বাস করা যায় এই লাইনটি বাবু গয়েশ্বর এর মাথা থেকে এসেছে। উনি ছাড়া এত অসংলগ্ন কথা কেউ বলতে পারবেন না । ’

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ১০, ২০১৭
এসজে/আরআইএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।