ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

নেত্রকোনায় স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, মে ১৩, ২০১৭
নেত্রকোনায় স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা নেত্রকোনায় স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা-ছবি: বাংলানিউজ

নেত্রকোনা: নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীর বন্যা কবলিত এলাকায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

শনিবার (১৩ মে) দুপুরে ছোটবাজার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দলের কেন্দ্রীয় নেতা পরিবেশ বিষয়ক সম্পাদক সারোয়ার মোর্শেদ আকন্দ জাস্টিস।

সাধারণ সম্পাদক খায়রুল হাসান লিটুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সহ সভাপতি মাহবুবুর রহমান রাসেল, সহ সাধারণ সম্পাদক আরিফুজ্জামান রনি, সাংগঠনিক সম্পাদক আসিফ মাহমুদ রনি ও সদর উপজেলার যুগ্ম সম্পাদক এস এম আরিফ হাসান পুতুল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মে ১৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।