ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনী কৃষকলীগের সম্মেলন: সেলিম সভাপতি, গিটার সম্পাদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, মে ১৪, ২০১৭
ফেনী কৃষকলীগের সম্মেলন: সেলিম সভাপতি, গিটার সম্পাদক ফেনী কৃষকলীগের সম্মেলন: সেলিম সভাপতি, গিটার সম্পাদক

ফেনী: এবিএম সেলিমকে সভাপতি ও আশরাফুল আলম গিটারকে সাধারণ সম্পাদক করে ফেনী জেলা কৃষকলীগের কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৪ মে) বিকেলে ফেনী পৌর চত্বরে আয়োজিত কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন কৃষকদলে কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লা।

নব নির্বাচিত সভাপতি-সম্পাদককে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠাবার নির্দেশ দেওয়া হয়েছে।

এ কমিটি তিন বছরের জন্য বলবৎ থাকবে বলে জানান কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লা।

ফেনী জেলা কৃষকলীগের সভাপতি জামালউদ্দিন ছট্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।  

এছাড়া বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লায়লী, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ওমর ফারুক।

সাধারণ সম্পাদক আশরাফুল আলম গিটারের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান, কেন্দ্রী কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, পৌর মেয়র হাজী আলাউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, মে ১৪, ২০১৭ 
এসএইচডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।