ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

জাতীয় পার্টির জোটে দল বাড়ছে: হাওলাদার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, মে ১৫, ২০১৭
জাতীয় পার্টির জোটে দল বাড়ছে: হাওলাদার বক্তব্য দিচ্ছেন রুহুল আমীন হাওলাদার,ছবি: শাকিল আহমেদ

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির জোটকে আরো শক্তিশালী করতে আরো কয়েকটি রাজনৈতিক দল যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার।  

‌সোমবার (১৫ মে) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পা‌র্টির কার্যালয়ে জোটের লিয়াঁজো কমিটির বৈঠক শেষে সাংবা‌দিকদের এ তথ্য জানান তিনি।

হাওলাদার বলেন, সংসদ নির্বাচন সামনে রেখে জেলা-উপজেলা ও বিভাগীয় পর্যায়ে জাতীয় পার্টির নব গ‌ঠিত জোটের কমি‌টি হবে।

এছাড়‍া আরো একা‌ধিক দলও যুক্ত হবে এই জোটে।

বৈঠকে পা‌র্টি চেয়ারম্যান হোসেইন মুহাম্মদ এরশাদ প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন বলেও জানান রুহুল আমীন হাওলাদার।

‌সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তি‌নি বলেন, বড় দুই দল থেকেও ছুটে এসে আরো কয়েকটি দল যুক্ত হতে পারে জাতীয় পার্টির জোটে।

গত ৭ মে জাতীয় পা‌র্টির নেতৃত্বে ৫৮ দলীয় জোটের আত্মপ্রকাশ ঘটে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এসএ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।