ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় জিহাদি বইসহ পাঁচ জামায়াত-শিবির নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, মে ১৫, ২০১৭
বগুড়ায় জিহাদি বইসহ পাঁচ জামায়াত-শিবির নেতা আটক পুলিশের হাতে আটক পাঁচ জামায়াত-শিবি নেতা

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচ জামায়াত-শিবির নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ জিহাদি বই, চাঁদা আদায়ের রশিদ ও বিভিন্ন সাংগঠনিক কাগজপত্র জব্দ করা হয়।

 সোমবার (১৫ মে) ভোরে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের জামায়াত নেতা আব্দুর রহিমের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কাথম গ্রামের জামায়াত নেতা মৃত ময়েজ উদ্দিনের ছেলে আব্দুর রহিম (৬০), একই গ্রামের ফজলুর রহমানের ছেলে শিবির নেতা আনোয়ার হোসেন (১৯), আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল মমিন (১৮), বণিজ উদ্দিনের ছেলে হাসান আলী (২৮) ও নাটোরের সিংড়া উপজেলার সিলিমপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে ফারুক হোসেন (৩০)।


 
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারেন- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা জিহাদি বই, চাঁদা আদায়ের রশিদ ও বিভিন্ন সাংগঠনিক কাগজপত্রও জব্দ করা হয়েছে।

আটককৃতদের পদ-পদবী সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি আব্দুর রাজ্জাক।
 
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এমবিএইচ/এসআরএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।