ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

মদন উপজেলা পরিষদ উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীর জয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মে ১৬, ২০১৭
মদন উপজেলা পরিষদ উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীর জয়

নেত্রকোনা: নেত্রকোনার মদন উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম আকন্দ বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৬ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত আটটি ইউনিয়নের ৪৫টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়।

মদন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওয়ালিউল হাসান বাংলানিউজকে জানান, ধানের শীষ প্রতীক নিয়ে রফিকুল ২৬ হাজার ৬১১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মদন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মো. আব্দুল কুদ্দুছ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৩৮৮ ভোট।

মদন উপজেলায় ভোটার রয়েছেন ১ লাখ ৭ হাজার ৩৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৪ হাজার ৭০ জন ও নারী ভোটার ৫৩ হাজার ২৮৭ জন।

প্রসঙ্গত, মদন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারেছ উদ্দিন (৭০) চলতি বছরের ২২ ফেব্রুয়ারি (বুধবার) দিবাগত রাত পৌনে ১২টার দিকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এর পরিপ্রেক্ষিতে এ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, মে ১৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।