ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

কুবি ছাত্রলীগের নেতৃত্বে সবুজ-মাজেদ

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, মে ২৯, ২০১৭
কুবি ছাত্রলীগের নেতৃত্বে সবুজ-মাজেদ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতির সঙ্গে কুবি ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ইলিয়াস হোসেন সবুজ

ঢাকা: মো. ইলিয়াস হোসেন সবুজকে সভাপতি ও রেজাউল ইসলাম মাজেদকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের ১১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

সবুজ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও মাজেদ গণিত বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

রোববার (২৮ মে) এ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার (২৬ মে) এক বছর মেয়াদী কমিটির অনুমোদন দেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন ‘আগামী এক বছর নতুন এ কমিটি দায়িত্ব পালন করবে। আমি আশা করবো, নতুন কমিটি বঙ্গবন্ধুর আদর্শ ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বলীয়ান হয়ে দায়িত্ব পালন করবে’।

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও কুমিল্লার মেহেদী হাসান বাবু বলেন, ‘দারুণ কমিটি হয়েছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে কমিটি করা হয়েছে। আমি আশা করবো. জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন-২০২১ ও ভিশন-২০৪১ সামনে রেখে এ কমিটি কাজ করে যাবে’।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, মে ২৯, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।