ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনার সরকার সম্পূর্ণ অবৈধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, মে ৩০, ২০১৭
শেখ হাসিনার সরকার সম্পূর্ণ অবৈধ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ (ঢাকা): বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন, শেখ হাসিনার সরকার সম্পূর্ণ অবৈধ সরকার। এ সরকারের দেশ চালানোর কোনো অধিকার নেই। তাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত।

মঙ্গলবার (৩০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে কোনো গণতন্ত্র নেই, মানুষের কথা বলার অধিকার নেই।

জনমানুষের নিরাপত্তা নেই। মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জনগণ আজ নির্যাতিত, মামলা-হামলায় জর্জরিত।

আসন্ন নির্বাচন হবে নির্দলীয় ও নিরপেক্ষ সহায়ক সরকারের অধিনে। সে নির্বাচনে জনগণ তাদের ইচ্ছেমতো জনপ্রতিনিধি নির্বাচন করবে। সেসব জনপ্রতিনিধিকে নিয়ে গঠিত হবে খালেদা জিয়ার সরকার। যদি তারা নির্দলীয় ও নিরপেক্ষ সহায়ক সরকার গঠনে অপারগ হয়, তবে যেভাবে প্রয়োজন সেভাবেই নির্দলীয় ও নিরপেক্ষ সহায়ক সরকার প্রতিষ্ঠা করা হবে। আর তা না হলে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলেও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন আমান উল্লাহ।

এর আগে দলের প্রতিষ্ঠাতর মৃত্যু বার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলার প্রায় শতাধিক স্থানে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মে ৩০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।