ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় ইফতার মাহফিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, মে ৩০, ২০১৭
জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় ইফতার মাহফিল জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় ইফতার মাহফিল/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষির্কী উপলক্ষে খুলনায় জেলা বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) খুলনা ক্লাব মিলনায়তনে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

ইফতার মাহফিল পূর্বক আলোচনা সভায় বক্তব্য করেন- কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির এজাজ খান প্রমুখ।

এছাড়া খুলনা জেলা ও মহানগর বিএনপিসহ ২০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মে ৩০, ২০১৭
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।