ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

জিয়ার ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডনে মিলাদ-দোয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, মে ৩১, ২০১৭
জিয়ার ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডনে মিলাদ-দোয়া জিয়ার ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডনে মিলাদ-দোয়া

লন্ডন থেকে: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পূর্ব লন্ডনে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) বিকেলে যুক্তরাজ্য বিএনপি কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশি জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-  বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রাহমান।

এতে সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক-কয়সার এম আহমেদ।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি গোলাম রব্বানি সোহেল, কেন্দ্রীয় আস্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম ও হুমায়ুন কবির, আবুল কালাম আজাদ-যু্ক্তরাজ্য বিএনপির ভাইস প্রেসিডেন্ট, এম লুৎফর রহমান, সহ সভাপতি যুক্তরাজ্য বিএনপি, প্রথম যুগ্ম সম্পাদক-শহীদুল ইসলাম মামুন, যুগ্ম সম্পাদক-ব্যারিস্টার মওদুদ আহমেদ খান ও এম কামালউদ্দিন, স্বেচ্ছা সেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি-মেজবাহ বিএমস চৌধুরী, যুবদলের সাবেক সভাপতি রহিমউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, আইনজীবী ফোরামেরর সভাপতি-ব্যরিস্টার আবুল মনসুর শাহজাহান ও সাধারণ সম্পাদক ব্যরিস্টার লিটন আফ্রিদি, জাসাস সভাপতি এম এ সালাম ও সম্পাদক ইকবাল হোসেন এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।    

অনুষ্ঠানের শেষে ব্রিকলেন জামে মসজিদে মুসল্লিদের মাঝে ইফতরা পরিবেশন করা হয়।       

স্থানীয় সময়: ০৬১৬ ঘণ্টা, মে ৩১, ২০১৭
এইচএল/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।