ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ফাঁপা আওয়াজ তৈরির জন্য বড় বাজেট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, মে ৩১, ২০১৭
ফাঁপা আওয়াজ তৈরির জন্য বড় বাজেট

ঢাকা: ফাঁপা আওয়াজ তৈরির জন্য সরকার বড় বাজেট দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুর ইসলাম আলমগীর।

বুধবার (৩১ মে) উত্তরার ৩ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণির বটতলা মোড়ে দুস্থদের মধ্যে লাড়ি-লুঙ্গি বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।  

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাজেটের ব্যাপারে আমাদের মতামত আমরা স্পষ্ট করেই তুলে ধরেছি।

বিশ্বব্যাংক বাংলাদেশের প্রবৃদ্ধির যে হার বলেছে, সেই হারের সঙ্গে সরকারের প্রবৃদ্ধির হারের কোনো মিল নেই-অনেক কম। অর্থাৎ বিশ্বব্যাংক বলেছে বাংলাদেশের প্রবৃদ্ধি ৬.৭ হবে। আর সরকার বলছে এটা ৭ এর উপরে হবে।

আগামীকাল যে বাজেট দেওয়া হবে, তার আকার অনেক বড় হবে। বরাবরই তারা বড় বাজেট দিচ্ছে। এর একমাত্র কারণ হল, তারা একটা ফাঁপা আওয়াজ তৈরি করতে চায়। গত বাজেটের ৫৫ শতাংশ এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারে নি। এখন আবার বড় বাজেট দেওয়ার অর্থই হচ্ছে, তা বাস্তাবায়ন করতে পারবে না। কিন্তু মানুষকে বোকা বানিয়ে বলবে, দেখ আমরা কত বড় বাজেট দিয়েছি। আমাদের অর্থনীতি কত বড় হয়েছে- বলেন বিএনপির মহাসচিব।  

নির্বাচনের আগে বিএনপির মামলা প্রত্যাহারের বিষয়টিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ‘মামা বাড়ির আবদার’ হিসেবে আখ্যায়িত করেছেন- এ ব্যাপারে বিএনপির বক্তব্যে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ওনারা তো এমনটিই বলবেন। কারণ, মামলাগুলো থাকলে ওনাদের সুবিধা হয়। আমরা কারাগারে ও আদালতের বারান্দায় ঘুরবো আর ওনারা ফাঁকা মাঠে গোল দেবেন।

গ্যাসের মূল্য বৃদ্ধি সংক্রান্ত আদালতের রায় সম্পর্কে তিনি বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত যখন সরকার নিয়েছিল তখন আমরা নিন্দা জানিয়েছিলাম। হাইকোর্টের নির্দেশে এটি স্থগিত ছিল। সুপ্রিম কোর্ট আবার সেটা চালু করার নির্দেশ দিয়েছে। আদালতের রায়ের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই।

তবে একটি কথা বলা দরকার, গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে জনগণের ভোগান্তি বাড়বে, আয়ের উপরে চাপ পড়বে, প্রকৃত আয় দিনে দিনে কমে যাবে। এ থেকে প্রমাণ হয়, সরকারের অর্থনৈতিক অগ্রতির স্লোগান সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা স্লোগান।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, মে ৩১, ২০১৭
এজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।