ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বুধবার অ্যাবের ইফতারে যোগ দেবেন খালেদা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জুন ৬, ২০১৭
বুধবার অ্যাবের ইফতারে যোগ দেবেন খালেদা

ঢাকা: বুধবার (০৭ জুন) অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা’র (আইসিসিবি) ‘পুষ্পগুচ্ছ’ হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
 
এতে দেশের বিশিষ্ট নাগরিক, পেশাজীবী, সিনিয়র সাংবাদিক এবং ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার অ্যাব নেতারা অংশ নেবেন।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করবেন প্রকৌশলী মাহমুদুর রহমান।  
 
ইতোমধ্যে অ্যাবের সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এ ইফতার মাহফিলে যোগ দেওয়ার অতিথিদের আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত মহাসচিব প্রকৌশলী হাছিন আহমেদ।

এছাড়া ১০ জুন মতিঝিল হোটেল পূর্বানীতে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ১২ জুন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপি (দক্ষিণ), ১৩ জুন গুলশানের ঈমানুয়েলস ব্যাঙ্কুয়েটস হলে বাংলাদেশ লেবার পার্টি এবং ১৪ জুন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মহানগর বিএনপি (উত্তর) আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেয়ার কথা রয়েছে খালেদা জিয়ার।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জুন ০৬, ২০১৭
এজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।