ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সরকার বেসামাল হয়ে পড়েছে: মাহবুব হোসেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, জুন ৯, ২০১৭
সরকার বেসামাল হয়ে পড়েছে: মাহবুব হোসেন

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সরকার আতঙ্কিত ও বেসামাল হয়ে পড়েছে। এ জন্যই মওদুদু আহমদের মতো নেতাকে কোনো রকম নোটিশ ছাড়াই বাড়ি থেকে বের করে দিয়েছে। এটা কোন জংলি আইনে করা হয়েছে, কোনো সভ্য সমাজে কি এ রকম হয়?  

শুক্রবার (০৯ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘দ্রুত বিচার আইনে শাস্তি বৃদ্ধির রাজনৈতিক উদ্দেশ্য এবং জনমনে আশঙ্কা’ শীর্ষক গোল টেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুব হোসেন বলেন, বিএনপি নেতাকর্মীদের পিট দেয়ালে টেকে গেছে।

তারা এখন রুখে দাঁড়াবে। বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। আর নির্বাচনকালীন সহায়ক সরকারের খসড়া খুব শিগগিরই খালেদা জিয়া ঘোষণা করবেন। সেখানে সুষ্ঠু নির্বাচনের যা যা দরকার সবই থাকবে। আশা করি সরকার তা মেনে নেবে। অন্যতায় রাজপথ উত্তপ্ত হবে। বিকল্প হলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে।

ঘুরে দাড়াও বাংলাদেশ নামের একটি সংগঠন এ গোল টেবিল অনুষ্ঠানের আয়োজন করে।

আয়োজক সংগঠনের সভাপতি কাদের সদ্দিকীর সভাপতিত্বে আলোচনায় উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমত উল্লাহ, ঢাকা মহানগর বিএনপির সহ-সভাপতি (দক্ষিণ) ফরিদ উদ্দিন আহমেদ, বিএনপি নেতা অ্যাড. আহমেদ আজম খান, শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।

মাহবুব হোসেন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শুধু আলোচনা করলে হবে না আপনারা রাজপথে নেমে আসুন। এই সরকার নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়ার জন্যই দ্রুত বিচার আইনে সাজার মেয়াদ বাড়িয়েছে। অথচ বিএনপি যখন এ আইনটি করেছিলো আওয়ামী লীগ তখন একে কালো আইন আখ্যা দিয়ে সংসদ বয়কট করেছিলো।

বক্তারা বলেন, এই দ্রুত বিচার আইনে সাজা ২ বছর বাড়ানোর উদ্দেশ্য হচ্ছে আগামী সংসদ নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের হয়রানী করা। যাতে ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন করা যায়। কাজেই সবাইকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন করতে হবে।     

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, জুন ০৯, ২০১৭
ইইউডি/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।