ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে দেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, জুন ৯, ২০১৭
বিএনপি ক্ষমতায় এলে দেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে

মাদারীপুর: বিএনপিকে জনগণ যদি ক্ষমতায় আনতে চান, তাহলে বুঝতে হবে বাংলাদেশের মানুষ জঙ্গিকে প্রশ্রয় দিতে চান। বিএনপি ক্ষমতায় এলে পাকিস্তানি ভাবধারায় দেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে।

শুক্রবার (০৯ মে) সকালে মাদারীপুর অফির্সাস ক্লাবে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন।

নৌ-পরিবহন মন্ত্রী বলেন, যদি বাংলাদেশের জনগণ চান তাহলে বিএনপি ক্ষমতায় আসবে।

আর যদি জনগণ এদেশের মানুষের শান্তি চান, দেশের উন্নয়ন চান এবং পদ্মা সেতুর মতো বড় বড় প্রকল্প বাস্তবায়ন করতে চান তাহলে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ হাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর জলিল, সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ তালুকদার, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মসিউর রহমান সবুজ ও উপজেলা এনজিও সমিতির সভাপতি সৈয়দ বাহাউদ্দিন সাহিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জুন ০৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।