ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাবির হলে হলে ছাত্রলীগের ইফতার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
ঢাবির হলে হলে ছাত্রলীগের ইফতার ঢাবি ছাত্রলীগের ইফতার

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল হলে একযোগে ইফতার ও দোয়া মাহফিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

রোববার (১৮ জুন) এ ইফতার মাহফিলে ছাত্রলীগের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী  ও হলের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বাংলানিউজকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সব সময় সময়োপযোগী কর্মসূচি গ্রহণ করে থাকে।

তারই অংশ হিসেবে আমরা পবিত্র রমজানে ইফতারের আয়োজন করেছি। এতে ছাত্রলীগের সঙ্গে হলের সাধারণ শিক্ষার্থীদের বন্ধন দৃঢ় হবে। ইফতার মাহফিলে দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়’।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
এসকেবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।