ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ বিএনপির বিক্ষোভ

ঝালকাঠি: দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। 

সোমবার (জুন ১৯) সকাল ১০টায় স্থানীয় ফায়ার সার্ভিস সড়কের জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতা-কর্মীরা।   এ সময় পুলিশ তাদের বাধা দেয়।

এক পর্যায়ে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়।  

পুলিশের বাধা পেয়ে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিএনপির নেতা-কর্মীরা।  এতে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি।  

সমাবেশে বক্তারা বিক্ষোভ মিছিলে পুলিশের বাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।  

বাংলা‌দেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এমএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।