ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ফখরুলের উপর হামলার প্রতিবাদে খুলনায় বিএনপির বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
ফখরুলের উপর হামলার প্রতিবাদে খুলনায় বিএনপির বিক্ষোভ খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

খুলনা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে খুলনা বিএনপি।

সোমবার (১৯ জুন) দুপুরে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে মহানগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি সমাবেশের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

এ সময় তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি যখন সাধ্যমতো ত্রাণ সহায়তা নিয়ে দুর্গতদের পাশে দাঁড়াতে চেয়েছেসে সময় সরকার তাদের ব্যর্থতাকে আড়াল করতে বিএনপি নেতাদের উপর নজিরবিহীন ও ন্যাক্কারজনক হামলা চালিয়েছে।

বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, শেখ খায়রুজ্জামান খোকা, সিরাজুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম,আজিজুল হাসান দুলু প্রমুখ।

এদিকে ফখরুলের উপর হামলার প্রতিবাদে খুলনা জেলা বিএনপি সকাল সাড়ে ১০ টায় দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ
সমাবেশ করেছে। বিএনপি নেতা ডা. গাজী আব্দুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান  অতিথি  ছিলেন  জেলা  বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান।

বক্তব্য রাখেন বিএনপি নেতা জুলফিকার আলী জুলু, খান আলী মুনসুর, শেখ আব্দুর রশিদ, মনিরুল হাসান বাপ্পী, আবু
হোসেন বাবু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা,  জুন ১৯, ২০১৭
এমআরএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।