ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘সরকার মানুষের পাশে দাঁড়াতে চায় না অন্যকেও দেয়না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জুন ২০, ২০১৭
‘সরকার মানুষের পাশে দাঁড়াতে চায় না অন্যকেও দেয়না’

নারায়ণগঞ্জ: দেশের মানুষ আজ স্বস্তিতে নেই। প্রতিটি অঞ্চলের মানুষ অনেক কষ্টে আছে, সরকার মানুষের পাশে দাঁড়াতে চায়না অন্যকেও দাঁড়াতে দেয়না বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।  

মঙ্গলবার (২০ জুন) শহরের চাষাঢ়ায় ডিংকস অ্যান্ড ডাইন চাইনিজ রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত ইফতার মহফিলে এ মন্তব্য করেন তিনি।

দুদু বলেন, মানুষ তাদের অধিকার হারিয়ে আজ শেষ পর্যায়ে এসে পৌঁছেছে।

সরকার মানুষের কাছ থেকে নিতে নিতে মানুষকে নিঃশেষ করে বিদেশে অর্থ পাচারের হীন কাজে নেমেছে।

মহানগর বিএনপির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল আয়োজিত ইফিতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-  কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, ২০ দলের সদস্য সচিব মাঈনুদ্দিন আহমেদ, ন্যাপের কামাল ভুইয়া, ইসলামী আন্দোলনের মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট জাকির, সরকার হুমায়ন কবির, বিএনপি নেতা এইচ এম নুরুল হক (নুরু) প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জুন ২০, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।