ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

উন্নয়ন-ভালোবাসায় নৌকার জয় নিশ্চিতের আহ্বান নাসিমের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, জুন ২১, ২০১৭
উন্নয়ন-ভালোবাসায় নৌকার জয় নিশ্চিতের আহ্বান নাসিমের

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, উন্নয়ন ও ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করেই নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এর কোনো বিকল্প নেই।

বুধবার (২১ জুন) দুপুরের পর সিরাজগঞ্জের কাজিপুরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপিকে পাকিস্তানী প্রেতাত্মা মন্তব্য করে নাসিম বলেন, ওরা আবারও ক্ষমতায় গেলে এদেশের মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করবে।

আবারও হাওয়া ভবন প্রতিষ্ঠা করে দেশের সম্পদ লুটপাট করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবে।

বিএনপির ষড়যন্ত্রের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, দলীয় শৃঙ্খলার বাইরে গেলে কোনো নেতাকর্মীকে ছাড় দেওয়া হবে না। তিনি তার নির্বাচনী এলাকায় প্রতিটি ভোট কেন্দ্রে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সঙ্গে নিয়ে দ্রুত কেন্দ্র কমিটি গঠনের পরামর্শ দেন।

এসময় উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও পৌর মেয়র নিজাম উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জুন ২১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।