ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা সেলিমের মৃত্যুতে খালেদার শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
বিএনপি নেতা সেলিমের মৃত্যুতে খালেদার শোক

ঢাকা: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিয়া মোহাম্মদ সেলিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চেয়ারপারসন খালেদা জিয়া।

শুক্রবার (২৩ জুন) এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, প্রয়াত বিএনপি নেতা জীবদ্দশায় সব অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করেছিলেন।

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী মরহুম নেতা আজীবন দলীয় আদর্শের প্রতি ছিলেন অবিচল।

তার মৃত্যুতে বিএনপি একজন দক্ষ, কর্মনিষ্ঠ ও শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো।

এসময় বিএনপি চেয়ারপারসন তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার মতো ত্যাগি ও আদর্শবাদী নেতার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।