ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নিতে বললেন মওদুদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নিতে বললেন মওদুদ

ঢাকা: দলের নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নিতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শুক্রব‍ার (২৩ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

মওদুদ আহমেদ বলেন, দেশে আর একদলীয়ভাবে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না।

এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি বলেন, সরকার সমঝোতার মাধ্যমে সুষ্ঠু, অবাধ নির্বাচন করতে রাজি না হলে বিএনপির কাছে আন্দোলনের বিকল্প থাকবে না। অবশ্যই আন্দোলনে নামতে হবে।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত ও দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন মওদুদ আহমদ।

বিএনপির এ নেতা বলেন, ভিডিও ফুটেজে স্পষ্ট চেহারা দেখা গেছে। গোটা জাতি দেখেছে এরা আওয়ামী যুবলীগ, ছাত্রলীগের এবং তাদের সন্ত্রাসী বাহিনীর সদস্য। অথচ ঘটনাটিকে অন্যদিকে প্রবাহিত করতে আরেকটি মামলা করেছে। এটা তাদের একটা কৌশল, এটা দুরভিসন্ধিমূলক।

মওদুদ আহমদ বলেন, আওয়ামী লীগের স্বভাব তো আমরা জানি। তারা নিজেরা অপরাধ করে। যারা অপরাধ করেনি তাদের বিরুদ্ধে একটা মামলা দিয়ে দিলো। কারণ তারা আদালতে গেলে সুবিধা পায়।

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন-  বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
এমই‌উএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।