ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘ ৮ বছরে ৮ মিনিটের আন্দোলনও করতে পারেনি বিএনপি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
‘ ৮ বছরে ৮ মিনিটের আন্দোলনও করতে পারেনি বিএনপি’ চান্দনা চৌরাস্তা এলাকায় মহাসড়ক পরিদর্শনে ওবায়দুল কাদের-ছবি: বাংলানিউজ

গাজীপুর: বিএনপি বিগত ৮ বছরে ৮মিনিটের জন্য একটা আন্দোলন করতে পারেনি। আন্দোলনে ব্যর্থতার জন্য বিএনপির নেতাকর্মীদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২৫ জুন) দুপুরের গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় মহাসড়ক ও যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে এ মন্তব্য করেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, জনগণ যখন আমাদের কাজে খুশি হয়, তখন বিএনপি অখুশি হয়।

কারণ তারা আমাদের ভারো কাজ সহ্য করতে পারে না।

মন্ত্রী বলেন, ঈদে ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে, আশা করি আবার স্বস্তিতে কর্মস্থলে ফিরে আসবে। বৃষ্টি-বাদল হলে একটু ভোগান্তি বাড়তো। গত কয়েক বছরের তুলনায় এবারের ঈদযাত্রা অনেকটা স্বস্তিদায়ক হয়েছে।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন- অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, বিআরটি প্রকল্প পরিচালক মো. সানাউল হক, ঢাকা বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
আরএস/বিএস
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।